ঢাকাWednesday, 16 April 2025, 3 Boishakh 1432

খাঁচার মধ্যে বাঘের হানা, মারা গেলেন জু-কিপার (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ৩০ মে ২০১৭ , ০৬:১২ পিএম


loading/img

রোজা কিং। ৩৩ বছরের এ মহিলা ব্রিটেনের হ্যামার্টন জু-পার্কের  জু-কিপার। মঙ্গলবার এক বাঘের হানায় খাঁচার মধ্যেই মৃত্যু হয়েছে তার। 

বিজ্ঞাপন

চিড়িয়াখানার পশুদের  দেখ-ভাল করার দায়িত্ব ছিলো রোজার।বিশেষ করে বাঘের খাঁচার দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। ভাবতেও পারেননি প্রতিদিনের অতি পরিচিত কাজ করতে গিয়েই মৃত্যু হবে।

প্রতি দিনের মতো মঙ্গলবারও বাঘের খাঁচা তদারকি করছিলেন ওই জু-পার্কের রোজা।

বিজ্ঞাপন

 চিড়িয়াখানা সূত্রে জানান, ঘটনার দিন সকাল ১১টা নাগাদ একটি ডোরা কাটা বাঘের খাঁচার মধ্যে ঢুকেছিলেন তিনি। বাঘটিকে সে সময় অন্যত্র সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু ওই মহিলা খাঁচার মধ্যে যখন কাজে ব্যস্ত, তখন কোনও ভাবে সেখানে আচমকাই ঢুকে পড়ে বাঘটি। কেউ কিছু বুঝে ওঠার আগেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই মারা যান রোজা কিং। 

পরে হ্যামার্টন চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ফেসবুক অ্যাকাউন্টে পুরো ঘটনাটি শেয়ার করেন। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তারা।

এ রকম ঘটনার  পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে  চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন


কেমব্রিজশায়ার পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার জন্য এ দিন থেকে আপাতত কিছু দিনের জন্য বন্ধ রাখা হবে ওই চিড়িয়াখানা। 

এপি /

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |